শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে শালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় ১ ব্যক্তি নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি: এক ইউপি সদস্যের আহবানে জমিজমা সংক্রান্ত বিরোধ মিটাতে দু’পক্ষকে নিয়ে বসা বৈঠকে প্রতিপক্ষের লাঠির আঘাতে আবু তাহের কালু (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

শনিবার বিকালে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার বাগানবাড়ী স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সামশুল জানান, উপজেলার একান্নপুর গ্রামের মৃত মশির উদ্দীনের ছেলে আবু তাহের ও তার ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধ নিম্পত্তি করতে শনিবার স্থানীয় মেম্বার নুরুজ্জামালের নেতৃত্বে বাগানবাড়ি হাটে দু’পক্ষকে নিয়ে শালিস বৈঠক বসে।

 

এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে প্রতিপক্ষের লাঠির আঘাতে আবু তাহের কালু গুরুত্বর আহত হয়। তাকে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার বিকাল সাড়ে ৬ টায় তাকে মৃত ঘোষনা করেন।

 

পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে এম শওকত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।