
রবিউল এহসান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি : শিশুর প্রতি সহিংসতা নিরসনে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে এডিপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে মহিলা ও শিশু বিষয় মন্ত্রণালয়ের সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, উপজেলা নির্বহী কর্মকর্তা গোলাম আজম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ওয়ার্ল্ড ভিশনের এডিপি কর্মকর্তা লিওবার্ট চিসিম।
বক্তারা শিশুদের অধিকার, বাল্য বিবাহ, শিশুশ্রম, শিশু পাচার ও নির্যাতন বন্ধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।
সভায় শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও শুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।