
ঠাকুরগাঁওয়ে জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে শেখ কামাল নিটল টাটা ১ম বিভাগ ফুটবল লীগ শুরু হয়েছে। শনিবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ফুটবল লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। এ সময় জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মমিনুল হক বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আব্দুর রহিম, জেলা ত্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, ফুটবল লীগ পরিচালনা কমিটির আহবায়ক মাসুদ রানা প্রমুখ। উদ্বোধনী খেলায় সরকার পাড়া আজাদ ক্লাব ও নিশিন্তপুর দিশারী ক্লাব অংশগ্রহন করে। ১ম বিভাগ ফুটবল লীগে ১০টি দল অংশগ্রহন করছে বলে জেলা ফুটবল এসোসিয়েশন জানিয়েছেন।