
ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক সিপাহীকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা ও শারীরিক নির্যাতন করছে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অধিদফতরের সার্কেল সহকারী পরিচালক শাহনেওয়াজ জীবন। এ ঘটনায় ওই নারী, জেলা দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। মামলা করায় বাদীকে হত্যার হুমকি প্রদান করছে আসামিপক্ষের লোকজন।
মামলা সূত্রে জানা গেছে, সম্প্রতি ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের নারী সিপাহী মোছাঃ মনোয়ারা বেগমকে (৩৯) অফিসের কাজের নাম করে ৩ সেপ্টেম্বর ডেকে নিয়ে যায় দিনাজপুর সার্কেল অফিসের সহকারী পরিচালক শাহনেওয়াজ। অফিস কক্ষে একাকি পেয়ে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়। পরে ব্যর্থ হওয়ায় শারীরিক নির্যাতন করে সহকারী পরিচালক। পরে ওই নারীর চিৎকার করলে অফিসের পাশের লোকজন উদ্ধার করে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ওই থানায় অভিযোগ করতে গেলে তাকে ফিরিয়ে দেওয়া হয়। পরে মোছাঃ মনোয়ারা বেগম (৩৯) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সার্কেল সহকারী পরিচালক শাহনেওয়াজ জীবনকে আসামি করে একটি মামলা দায়ের করে। আদালত তদন্তের জন্য দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকতাকে নিদের্শ দেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা ২২ সেপ্টেম্বর মামলাটি থানায় নথিভুক্ত করেন।
মামলা হওয়ার পর থেকে বাদীকে হত্যার জন্য বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। মামলা পরিচালনা করতে যেন না পারে সে জন্য গত ১৫ অক্টোবর (বুধবার) দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সার্কেল সহকারী পরিচালক শাহনেওয়াজ জীবন ওই নারীকে ঠাকুরগাঁও থেকে কুড়িগ্রাম বদলি করছেন।
দিনাজপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন জানান, আদালতের নির্দেশে মামলা তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আসামিকে গ্রেফতার করা হবে।