
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সড়ক ও জনপদ বিভাগের প্রধান অফিসের সামনে তাঁদের জমি দখল করে অবৈধভাবে মার্কেট নিমাণ করছে ঠাকুরগাঁও পুলিশ বিভাগ। এতে রাস্তার পরিধি সংকীর্ণ হয়ে পড়ায় দূর্ঘটনার আশঙ্কা করছেন সাধারণ মানুষেরা।
ঠাকুরগাঁও শহরে প্রবেশের একমাত্র সড়ক সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় অবস্থিত ট্রাফিক অফিস। রাস্তার অপর পাশে সড়ক ও জনপদ বিভাগের অফিস। এ অফিসের ঠিক উল্টো দিকে ট্রাফিক অফিসের সামনে রাস্তার জমি দখল করে অবৈধভাবে মার্কেট নিমার্ণ চলছে। আরসিসি পিলার দিয়ে ইতোমধ্যে ৮-১০ টি দোকান প্রায় অর্ধেক নির্মাণ করা হয়েছে। পুলিশ সুপারের তত্ত্বাবধানে এ মার্কেটের নির্মান কাজ করছেন খোদ পুলিশের সদস্যরা। এখানে মার্কেট নির্মিত হলে রাস্তার পরিধি অনেকাংশে কমে যাবে এবং ঘন ঘন দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। যেহেতু এ কাজের সঙ্গে পুলিশ বিভাগের লোকজন জড়িত সেজন্য ভয়ে কেউ তার প্রতিবাদ করতে পারছেনা।
ঠাকুরগাঁও শহরের বাসিন্দাদের দাবি, পুলিশ জনগণের যানমালের নিরাপত্তার পরিবর্তে নিজেরাই সরকারি জমি দখল করে অবৈধভাবে দোকানপাট নির্মান করে ভক্ষকের ভুমিকায় অবতীর্ণ হয়েছেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
ঠাকুরগাঁও সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিমল চন্দ্র মিস্ত্রি জানান, পুলিশের পুনাক (মহিলা পুলিশ সমিতি) নামে এক সংগঠনের সাহাযার্থে এ মার্কেটের নির্মাণ কাজ করা হচ্ছে। তবে সড়ক ও জনপদ বিভাগের ওই জমি বরাদ্দের জন্য কোন প্রকার আবেদন করা হয়নি। তিনি আরো জানান, এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হয়েছে।