ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় বেলাল হোসেন (৩০) নামে এক পথচারী ও অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত ও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সামনে ও সদর উপজেলার তুরুকপাতায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল সদর উপজেলার শীবগঞ্জ জামালপুর গ্রামের সামসুল হকের ছেলে।
পুলিশ ও প্রত্যদর্শী আলম হোসেন জানায়, সকাল ১০টায় ঠাকুরগাঁও হাসপাতালের সামনে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী বেলাল হোসেন মারা যান। এ সময় ওই মোটরসাইকেলের চালক জহুরুল করিম গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে, সাড়ে ১০টায় সদর উপজেলার তুরুকপাতায় একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে গাড়ির হেলপার ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন ওই ট্রলির চালক। তবে তাদের নাম জানা যায়নি।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।