ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় আনোয়ার হোসেন (৪০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়। আজ শুক্রবার দুপুরে রোড শিমুলতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারের বাড়ি পঞ্জগড় জেলার বোদা উপজেলায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পীরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাস রোড শিমুলতলা এলাকায় একটি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আনোয়ার (৪০) ঘটনাস্থলে মারা যায় ও তার শিশু কন্যা শোভা (৫) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ওই শিশুটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে।
ঠাকুরগাঁও সদর থানার অফির্সাস ইনচার্জ মেহেদি হাসান দূর্ঘটনায় নিহতের কথা স্বীকার করে জানান, বাসটিকে আটক করা হয়েছে।