বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ২য় বিভাগ ক্রিকেট লীগ শুরু

রবিউল এহসান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২য় বিভাগ ক্রিকেট লীগ শুরু হয়েছে।

সোমবার এই ক্রিকেট লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার আব্দুর রহিম শাহ্ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মমিনুল হক বাবু, ২য় বিভাগ ক্রিকেট লীগের আহবায়ক এটিএম মনিরুল হুদা হেলাল প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন হাজীপাড়া ক্রীড়া ও শিক্ষা প্রতিষ্ঠান বনান টাউন কাব।

এই ২য় বিভাগ ক্রিকেট লীগের খেলায় ১৯টি কাব অংশ গ্রহন করছে।