
রবিউল এহসান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সামাজিক কল্যাণ সংস্থার আলো প্রকল্পের উদ্যোগে সালান্দর ডিগ্রি কলেজ মাঠে দুই দিন ব্যাপি পরিবেশ মেলা শুরু হয়েছে।
শুক্রবার এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।
মেলা উপলক্ষে আলোচনা সভায় সামাজিক কল্যান সংস্থা ( এসকেএস ) নির্বাহী পরিচালক আম্বীয়াতুন জান্নাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সালান্দর ইউপি চেয়ারম্যান ফজলে এলাহি মুকুট চৌধুরী, আলো প্রকল্প ইউএসসিসি পিসি ড. শওকত আকবর ফকির, সালান্দর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, শিক্ষক মকবুল হোসেন, মশিউর রহমান, সাংবাদিক মনসুর আলী, ইউসিসির আঞ্চলিক পরিচালক নিভা রানী রায়।
পরিবেশ বান্ধব প্রযুক্তি ও কলাকৌশল নিয়ে মেলায় ২০ টি স্টলে বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়। পরে স্কুলের শিক্ষার্থী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।