বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে অবরোধ অব্যাহত

Thakur-15চাঁদাবাজি ও জুয়া খেলার অভিযোগে পুলিশের হাতে আটক ৮ পরিবহন শ্রমিকের মুক্তি দাবিতে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে অবরোধ অব্যাহত রয়েছে।
এতে করে সাধারণ যাত্রীরা চরম দূর্ভোগে পড়েছে। শ্রমিক অবরোধে আটকা পড়া ঢাকাগামী ও দুরপাল্লার বাসের যাত্রীরা নেমে হেঁটে ও রিকসা করে ফিরে গেছেন। তবে পণ্যবাহী ট্রাকগুলো নিয়ে এর চালক ও মালিকরা পড়েছেন বিপাকে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকদের মুক্তির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জেলা ট্রাক, ট্যাংক-লরির শ্রমিকরা ।
উল্লেখ,ঠাকুরগাঁও বাস টার্মিনালের সামনের মহাসড়ক থেকে গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় পুলিশ তাদের আটক করে।
এর প্রতিবাদে রাত ১২টা থেকে ঠাকুরগাঁও-পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে ট্রাক, ট্যাংক-লড়ি ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত অবরোধের কারণে মহাসড়কের উভয়পাশে অন্তত সাত কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
ট্রাক, ট্যাংক-লড়ি ও মোটর মালিক সমিতি থেকে ওই রাস্তায় নিয়মিত টোল তোলা হয় বলে দাবি করেন শ্রমিক নেতারা।
ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংক-লরি সমিতির সভাপতি সুজন আলী বলেন, আটক শ্রমিকদের ছেড়ে না দেওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, মোটর মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে সমঝোতার বৈঠকে কোন সুরাহা হয়নি। অবরোধে স্থগিতের জন্য আবারও শ্রমিক নেতাদের সাথে আলোচনায় বসবেন বলে তিনি জানান।