
রবিউল এহসান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে (২০১৬-২০১৮) ১১ জনের মধ্যো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে ৭ জন।
বুধবার মনোনয়ন দাখিলের শেষ সময় পর্যন্ত এই ৭ জনের বিপক্ষে কোন প্রার্থী মনোনয়ন দাখিল না করায় তাদের বিজয়ী ঘোষনা করেন নির্বাচন কমিশনার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ রাশেদুল হক প্রধান।
বিজয়ী র্প্রাথীরা হলেন, সহ সভাপতি- মামুন অর রশিদ, দপ্তর সম্পাদক- রবিউল এহসান রিপন, ক্রীড়া সম্পাদক- মোঃ আসাদুজ্জামান শামিম, সাংস্কৃতিক সম্পাদক- গোলাম সারোয়ার স¤্রাট, নির্বাহী সদস্য- (ক) মনসুর আলী, (খ) শাহীন ফেরদৌস, (গ) ফজলে ইমাম বুলবুল।
উল্লেখ্য, বৃস্পতিবার সকাল ১১ টার মধ্যে মনোনয়ন পত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি ৪ টি পদে দুপুর ১২ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে।