
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিকের ছেলে রাপি তোরাবকে অপহরণের চেষ্টা, চাঁদা দাবি ও অব্যাহত প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজনে শহরের চৌরাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশি, সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, ঠাকুরগাঁও সাংবাদিক কল্যান ট্রাস্টের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদরূল ইসলাম বিপ্লব, অর্থ সম্পাদক এস এম এ জসিম, সাবেক সভাপতি এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সাংবাদিক মামুনুর রশিদ, এটিএম শামসুজুহা, নাজমুল ইসলাম প্রমুখ। পরে সুষ্ট তদন্ত ও আসামিকে দ্রুত গ্রেফতারের দাবিতে স্বারক লিপি দেওয়া হয় ঠাকুরগাঁও জেলা প্রশাসককে।
প্রসঙ্গত গত ১৪ সেপ্টেম্বর সকাল ১১টায় শহরের ঘোঁষ পাড়ায় দিনদুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র রাপি তোরাবকে প্রাণনাশের হুমকি দিয়ে তুলে নিয়ে যায় ৩ সন্ত্রাসী। ঘোঁষপাড়া গোল্ডেন এডুকেয়ার কোচিং সেন্টারে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে সকাল ১১ টায় বাসা থেকে বের হয় রাপি তোরাব। ঘোঁষ পাড়া পৌছালে খোকা চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে ৩ জন সন্ত্রাসী তাকে ঘেরাও করে প্রাণনাশের হুমকি দিয়ে তুলে নিয়ে যায়। ঘোঁষ পাড়া বদিউলের মোড়ের পাশে নির্জন জায়গায় নিয়ে বেধর মারপিট করে। পরে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে ৫ হাজার টাকা দাবি করে রাপি তোরাবকে ছেড়ে দেয়। আতংকিত রাপি তোরাব প্রাণ ভয়ে বাড়িতে ফিরে যায়। এ ঘটনায় তাৎক্ষনিক ভাবে পুলিশকে অবগত করা হয়। এরপর পুলিশ ও সংবাদকর্মীরা মিলে ঘটনাস্থলে যায়। পরে অব্যাহত প্রাণনাশের হুমকি দিয়ে চলছে ওই অপহরণ চক্র।