
ঠাকুরগাঁও প্রতিনিধি : আসন্ন ঠাকুরগাঁও মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে হাসান-দানেশ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় আরম্ভরপূর্ণ অনুষ্ঠানে রোড শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
রোড শাখার সভাপতি নূর ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য দেন মটর শ্রমিক ইউনিয়নের সবেক সভাপতি ও সভাপতি পদপ্রার্থী দানেশ আলী, সাবেক সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাসান আলী, সহ সভাপতি পদপ্রার্থী মকলেছ , সহ সভাপতি পদপ্রাথী ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী নুর ইসলাম ছুটু, সহ-সাধারণ সম্পাদক রওশন হামান বুধু, কোষাধ্যক্ষ পদপ্রার্থী শ্রী প্রতাপ চন্দ্র ,দপ্তর সম্পাদক পদপ্রার্থী ওবায়দুল, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শাহাদাৎ হোসেন, প্রচার সম্পাদক পদপ্রার্থী রাজ্জাক, যোগাযোগ সম্পাদক পদপ্রার্থী আনোয়ার হোসেন, মোজাহারুল ইসলাম, সদস্য জামিল, আব্দুল রহিম সিদ্দিক, শ্রী ধীরেন রায়, মসলিম উদ্দিন, ভূল্ল¬ী শাখার সাধারণ সম্পাদক আ: জলিল, রোড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রফিক, জিয়া, দেলু প্রমুখ।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। বক্তব্য শেষে প্রার্থী নিজেদের পরিচয় তুলে ধরে তাদের প্যানেলকে বিজয় করতে আহবান জানান।