
রবিউল এহসান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রে পরিক্ষা চলাকালিন নির্ধারিত সময়ের আগেই ঘন্টা বাঁজিয়ে খাতা নেয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল ও ভাংচুর করেছে শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১০টা থেকে শুরু হয় মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের এসএসসি পরিক্ষা। প্রতি দিনের মতো পরিক্ষার শেষ হওয়ার ৫ মিনিট আগে সকল বিভাগের জন্য সংকেত ঘন্টা দেয়া হয়। কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দাবি সংকেত ঘন্টা না দিয়েই নির্দিষ্ট সময়ের ৫ মিনিট আগেই তাদের খাতা নিয়ে নেয় শিক্ষকরা।
এসময় বিজ্ঞান বিভাগের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা কেন্দ্রের ভেতরে বিক্ষোভ মিছিল ও কয়েকটি চেয়ার ভাংচুর করে। পরে পুলিশ এসে দেড় ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
তবে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক শঙ্কর কুমার অভিযোগ অস্বীকার করে তিনি জানান সময়মতই তাদের খাতা নেয়া হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুর আলম প্রধাণ জানান, এ ঘটনায় জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এই কেন্দ্রে সর্বমোট ১০০৬জন পরিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ৮৭৯জন পরিক্ষার্থী অংশ নেয়।