ঠাকুরগাঁও সাংবাদিকদের সাথে ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ঠাকুরগাঁও বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুবেদার মেজর কাজিমুদ্দিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডর কর্ণেল মো: আকরামুল হক, পিএসসি ও ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো: তৌহিদ-বিন-ইসহাক, ঠাকুরগাঁ প্রেস ক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, সাবেক সভাপতি সৈয়দ মেরাজুল হোসেন, রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও সাংবাদিক কল্যান ট্রাস্টের সভাপতি মনসুর আলী, মামুন অর রশিদ, জাকির মোস্তাফিজ মিলু প্রমুখ। পরে সাংবাদিকদের সাথে সীমান্তে মাদক ও চোরাচালান সর্ম্পকে আলোচনা করা হয়।