
ঠাকুরগাঁওয়ে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর ৩০ বছর পূর্তি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দোয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর উপদেষ্টা মির্জা ফয়সাল আমিন, ইঞ্জিনিয়ার মাহাবুর রহমান, খলিলুর রহমান, মো: স্বপন, সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি রাশিদুজ্জামান মলয়, সাধারণ সম্পাদক আহমেদুল্লাহ বাবু, ফখরুখ ইসলাম, শাহাদৎ হোসেন প্রমুখ। ৩০ বছর পূর্তি উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।