মো. জিয়াউর রহমান জিয়া: ঠাকুরগাঁও হরিপুর উপজেলার ডাবরী সীমান্ত থেকে এনামুল হক (২৫) ও হাসান আলী (১৮) নামে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) সদস্যরা। গতকাল রবিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এনামুল হক উপজেলার কাঠালডাঙ্গী গ্রামের নুর ইসলামের ছেলে এবং হাসান আলী একই গ্রামের ইসমাইল আলীর ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়রা জানায়, গতকাল রবিবার রাত ১১টার দিকে এনামুল ও হাসান ডাবরী সীমান্তের ৩৬৭ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের ফুলবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে।
ঠাকুরগাঁও ৩০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তৌহিদ-বিন-ইসহাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেওয়া হয়েছে।