বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্ত থেকে মফিজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ। আজ সোমবার ভোর রাতে ওই যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ। বিজিবি জানায়, বালিয়াডাঙ্গী উপজেলার সমিরনগড় কাশুয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে মফিজ নাগরভিটা সীমান্তের ৩৭৫নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের ১২১ তিনগাঁও ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটকের পর ধরে নিয়ে যায়।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৩০ বিজিবি’র পরিচালক কামাল আহাম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, এ ঘটনার পর তিনগাঁও ক্যাম্পের কম্পানি কমান্ডারকে বিষয়টি জানানো হয়েছে। তিনি বিষয়টি অস্বীকার করেছেন। তারপরও ভারতের আরো দু’একটি ক্যাম্পে খোঁজ খবর নেয়া হচ্ছে।