বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ঠাকুরগাঁয়ের ধর্মগড় সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্ত এলাকা থেকে  আবুল রহিম (২১) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার ভোর ৪টায় ৩৭৩ পিলার এলাকায় ওপারে ভারতের অভ্যন্তরে শ্রীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। আটক আবুল রহিম হরিপুর উপজেলার মারাধার গ্রামের নুরুল হকের ছেলে। ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মলানী ক্যাম্পের কম্পানী কমান্ডার শাহাজাহান আলী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, রহিমকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহবান করে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।