বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে আমাদের শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে হবে-হুইপ ইকবালুর রহিম

Iqbal Sadesoryদিনাজপুর প্রতিনিধিঃ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, দেশে শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষার্থীরা যাতে মান সম্মত শিক্ষায় শিক্ষিতি হয়ে উঠে এব্যাপারে বর্তমান শেখ হাসিনার সরকার বদ্ধ পরিকর। দেশে শিক্ষার মান উন্নয়নে নতুন শিক্ষানীতি চালুর কথা উল্লেখ করে ইকবালুর রহিম বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে আমাদের শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে হবে। এজন্য শিক্ষকদের তিনি শিক্ষার্থীদের সাথে বন্ধুসুলভ আচরন গড়ে তোলার আহবান জানান। দিনাজপুরের অভিভাব্ক ও শিক্ষার্থীরা যাতে মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব বোধ না করে, এ জন্য তিনি প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন বলে জানান।

গতকাল রোববার দিনাজপুর শহরের সার্দেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬১ লক্ষ টাকা ব্যয়ে ৪তলা ভীত বিশিষ্ট নতুন একাডেমিক  ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম্ একথা বলেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সফিকুল হক ছুটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহ আলম, শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সার্দেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায়।