
জাহাঙ্গীর আলম রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামীদের বিচারের রায় কায্যকর করার দাবীতে মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে উপজেলা ছাত্রলীগ।
১৪ আগষ্ট রোববার সকাল জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সদস্যদের নৃশংস ভাবে হত্যাকারী বিভিন্ন দেশে পলাতক আসামীদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবীতে স্মৃতি অম্লান চত্তরে ঘন্টাব্যাপি মানব বন্ধন করেছে ডিমলা উপজেলা ছাত্রলীগ।
মানব বন্ধন উপলক্ষে বক্তব্য রাখেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সায়েম,সম্পাদক জালাল উদ্দিন স্বাধীন,সহ-সভাপতি আমিনুর রহমান, ডালিম ইসলাম, সাইয়েন কাদির কানন, যুগ্ন সাধারণ সম্পাদক রায়হান কবির, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইরফান আহম্মেদ মিঠু,সম্পাদক নুরনবী ইসলাম মানিক, ইসলামিয়া কলেজ শাখার সভাপতি আব্দুর রশিদ লেবু, ছাত্র নেতা সহিদুল ইসলাম আকাশ প্রমুখ।
মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক নীলফামারীর মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী বরাবরে ৩ শ ৫৫ জন স্বাক্ষরিত স্মারক লিপি প্রদান করা হয়।