
মোঃ জাহাঙ্গীর আলম রেজাঃ- ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে নবায়ন যোগ্য জ্বালানী, জ্বলানী দক্ষতা ও জ্বালানী সংরক্ষন বিষয়ে নবম/দ্বাদশ শ্রেনীর ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহনে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার কাওছার আলী, ডিমলা পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার মোহম্মদ বেলাল হোসেন প্রমুখ।