
জাহাঙ্গীর আলম রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ ডিমলা উপজেলার ৫ নং গয়াবাড়ী ইউনিয়নের নাউতারা-গয়াবাড়ী পাকা সড়কের ৭ ও ৮ নং ওয়ার্ডের মধ্যেবতি ভূল্লাইয়ের পার নামক স্থানে প্রায় ৩০-৩৫ বছর আগে নির্মিত ব্রীজটি ঝুকিপূর্ন অবস্থায় রয়েছে। যেকোন মুহুতে ব্রীজটি ভেঙ্গে পরে প্রানহানি ঘটতে পারে। ভাড়ী যানবাহন চলাচল বন্ধ। অথচ এডিবি. এলজিএইচপি এর লক্ষ্যে লক্ষ্যে টাকা অত্র ইউনিয়নের বরাদ্দ থাকলেও প্রয়োজনীয় ব্রীজ এবং সড়ক মেরামত করা হচ্ছে না। এলাকাবাসী ফরিদুল ইসলাম, আঃ করিম, শাহজাহান সহ অনেকেই ব্রীজটি ভেঙ্গে নতুন ব্রীজ নির্মানে জোরালো দাবি জানান। এ বিষয়ে উক্ত ইউনিয়নের ইউপি সদস্য এন্তাজুল হক প্রতিবেদক কে বলেন এ ব্যাপারে চেয়ারম্যানকে বারবার অবগত করা হয়েছে। তিনি কি উদ্যেগ নিয়েছেন তা জানি না। হয়তো বা নিয়েছেন।