জাহাঙ্গীর আলম রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় সোমবার সন্ধ্যায় বুড়ি তিস্তা নদী থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। ডিমলা-রংপুর মহাসড়ক ছোটপুল নামক ব্রীজের পাশে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পাঙ্গা মটকপুর ইউপি চেয়ারম্যান জানান, নীলফামারীর ডোমার উপজেলা পাঙ্গ মটকপুর এলাকার আব্দূল হামিদের পুত্র আজিজুর রহমান(৪৮) সে রবিবার (৭ আগষ্ট) ডিমলা সদর ইউনিয়নের পচার হাট কুটির ডাংঙ্গা গ্রামের খালুর বাড়িতে বিয়ের দাওয়াদ খেতে আসে, সে আর বাড়িতে ফিরে নাই। সে একজন মানসিক রোগী ছিলেন। ডিমলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানায় কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।