শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ডিমলায় নৃত্য শিল্পি শাওনের আত্বহত্যা

ডিমলা (নীলফামারী) ঃ নীলফামারীর ডিমলায় রোববার সকালে পিতার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করেছে নৃত্য শিল্পি শাওন। শাওন ইসলাম (১৪) ডিমলা বাবুরহাট গ্রামের শান্ত হোসেনের পুত্র ও ডিমলা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র। বোরবার সকালে সে নিজের শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করে। শাওন ইসলাম ২০১৪ সালের চ্যানেল আই সেরা নৃত্য প্রতিযোগিতায় ২য় বাউন্ডের ২০তম স্থান করেছিল। পারিবারের লোকজন শাওনের উদ্ধার করে ডিমলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নৃত্য শিল্পি শাওনকে এ নজর দেখার জন্য হাসপাতালে উচরে পড়া ভিড় লক্ষ করা যায়। একমাত্র পুত্রকে হারিয়ে বারবার সঙ্গা হারায় পিতা শান্ত হোসেন।