
জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
২১ আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউ এ জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদে ডিমলা উপজেলা আ’লীগ পরিবার আয়োজনে একটি বিরাট প্রতিবাদ র্যালী বিক্ষোপ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে নীলফামারী ১ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের নেতৃত্বে একটি প্রতিবাদ র্যালী শহর প্রদক্ষিন শেষে উপজেলা আ’লীগ কার্যালয় চত্তরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ যুবলীগ সাধারন সম্পাদক, আনোয়ারুল হক সরকার মিন্টু , আ’লীগ সাংগঠনিক সম্পাদক সাইদুল বাড়ী।
সভায় জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার তার বক্তব্যে বলেন ২১ আগষ্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত দোষী ব্যক্তিদের অবশ্যই বাংলার মাটিতে বিচার হবে। তিনি গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের আত্মর মাকফেরার কামনা করেন এবং সকল নেতাকর্মীদের হত্যা, সন্ত্রাস, জঙ্গীবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
সভাটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পদক, আ’লীগ সহিদুল ইসলাম।