জাহাঙ্গীয় আলম রেজা, ডিমলা(নীলফামারী) প্রতিনিধি ঃ নীলফামারীর ডিমলায় বুধবার রাতে ছাতনাই কলোনী বাজারে পাথর ব্যবসায়ীকে খুর মেরে হত্যার চেষ্টা করা হয়েছে।
রাতে মুমর্ষ অবস্থায় এলাকাবাসী পাথর ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের পুত্র উজ্জলকে উদ্ধার করে ডিমলা হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ হাসপাতাল মোড় থেকে দেলোয়ার হোসেন নামের ১ জনকে আটক করেছে।
পুলিশ জানায়, পূর্বের শত্রুতার জেরে ছাতনাই গ্রামের ইউছুব আলীর পুত্র হানিফ আলী (২২), উলাম খার পুত্র দেলোয়ার হোসেন (২২), বাদল হোসেনের পুত্র শিশির আলী (২৪) ও ছলেমান খানের পুত্র আসলাম খান (২৩)। পুর্ব ছাতনাই গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র উজ্জল হোসেনকে বাড়ী যাওয়ার সময় আটক করে এলোপাতারী খুর মেরে হত্যার চেষ্টা করা হয়েছে। এলাকাবাসী ছুটে এসে উজ্জলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ডিমলা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার এসআই শাহাবুদ্দিন জানায় এবিষয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর- ১৩/১৬, তাং-২৩/০৬/১৬ ইং। দন্ডবিধি ধারা-১৪৩,১৪৮,১৭৯,৩০৭,৩২৬,১১৪।