
জাহাঙ্গীর আলম রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলা টিসিবির ৫ জন ডিলার থাকলেও টিসিবির কোন পণ্য সামগ্রী বিক্রয় করতে দেখা যাচ্ছে না। এলাকাবাসী ক্ষোপ প্রকাশ করে বলেন টিসিবির ঐ ৫ ডিলারকে বাতিল করে তরিদ গতীতে আরও ৫ জন নতুন ডিলার নিয়োগ দিয়ে টিসিবির পণ্য সামগ্রী ডিমলা উপজেলা বিক্রয়ের ব্যবস্থা করা হোক।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি প্রতিবেদক কে বলেন টিসিবির পণ্য সামগ্রীর মালামাল ডিলার গণ সময়মত উত্তোলন করেননি। এজন্য তাদের ডিলারশিপ বাতিলের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে টিসিবির ডিলারদের সাথে কথা বলে জানা গেছে তারা টিসিবির পণ্য সামগ্রীর উত্তোলন করতে ২ দিন বিলম্ব করেন ফলে তাদের বরাদ্দ বাতিল করা হয়েছে। টিসিবি এর পণ্য না পাওয়ায় জনসাধারন চিনি, সয়াবিন, মুশুর ডাল, ছোলাবুট ইত্যাদি বেশি দামে বাজার থেকে কিনছেন।