শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ডিমলায় সমঝোতা স্বারক স্বাক্ষর

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় মঙ্গলবার পল্লীশ্রী রি-কল প্রকল্পে ইউনিট অফিসে গাভীর কৃত্রিম প্রজনন নিশ্চিত করার লে সমঝোতা স্বারক স্বাক্ষর হয়েছে। পল্লীশ্রী রিকল প্রকল্পের সাথে উপজেলা প্রানী সম্পদ বিভাগের মধ্যে স্বারকটি স্বার হয়। প্রতিটি গাভীকে কৃত্রিম প্রজনন বাবদ পল্লীশ্রী রি-কল প্রকল্পটি ৩শ টাকা করে প্রানী সম্পদকে প্রদান করবে। উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা এসএস শফীকুল ইসলাম ও পল্লীশ্রী রি-কল প্রকল্পের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মনের মধ্যে সমঝোতা স্বারক স্বার করেন। সমঝোতা স্বারক স্বার হওয়ার ফলে তিস্তার পাড়ে হতদরিদ্র গাভী পালন কারীরা শতভাগ গাভীর কৃত্রিম প্রজনন নিশ্চিত হবে। এ সময় এলএসপির ১২জন, ভ্যাকসিনেশনের ৪জন, সিবিও ১২জনসহ ৩০জন অংশগ্রহন করেন।