
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় মহান স্বাধীনতা দিবসে শহীদের স্মৃতি অম্লানে পুস্পমাল্য অর্পনকে কেন্দ্র করে সদর ইউপি চেয়ারম্যান সাংবাদিককে লাঞ্চিত করে৷ সে সময় মদ্যপানরত অবস্থায় জুতা পায়ে সদর ইউপি চেয়ারম্যান রফিজুল ইসলাম স্মৃতি অম্লানে উঠেন৷
মহান স্বাধীনতা দিবসে শহীদের স্মৃতিতে মাল্যদানকে কেন্দ্র করে সদর ইউপি চেয়ারম্যান রফিজুল ইসলাম ডিমলা প্রেসক্লাবের সদস্য দৈনিক নওরোজ পত্রিকার প্রতিনিধি আলীমুল ইসলাম আলীমকে লাঞ্চিত করে চেয়ারম্যানসহ তার লোকজন৷ সে সময় প্রকাশ্যে তাকে তুলে নিয়ে গিয়ে হত্যার হুমকি প্রদান করেন৷ উক্ত ঘটনাকে কেন্দ্র করে ডিমলা প্রেসক্লাবের এক জরুরী সভায় অভিযুক্ত চেয়ারম্যানের বিচার না হওয়া পর্যন্ত সাংবাদিকরা সরকারী উন্নয়ন মুলক সংবাদ বর্জনের সিদ্ধান্ত গ্রহন করে৷ এ ঘটনায় ডিমলা প্রেস ক্লাব স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে ২৪ ঘন্টার মধ্যে ওই চেয়ারম্যানের বিচার দাবি করেন৷ গত ২৭ মার্চ রাতে চেয়ারম্যানের লোকজন সাংবাদিক আলীমুল ইসলাম বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে হত্যার উদ্দেশ্যে তার পথরোধ করে৷ এ সময় সাংবাদিক আলীমুল কোনরকমে দৌড়ে পালিয়ে গিয়ে প্রানে রক্ষা পায়৷ এ ঘটনার আলীমুল ইসলাম আলীমের জীবনের নিরাপত্তা চেয়ে ২৮ মার্চ ডিমলা থানায় চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি করা হয়,যার নং-১১৯৮ ৷
ডিমলা মুক্তিযোদ্ধা কর্মান্ডার সামচুল হক জানায়, বিষয়টি অত্যান্ত নেক্কারজনক ও রাষ্ট বিরোধী৷ তিনি স্মৃতি অম্লানে জুতা পায়ে উঠে শহীদের বিদেহী আত্বার প্রতি অবঙ্গা করেছেন৷ উপজেলা নিবাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, আমি সে সময় ব্যস্ত ছিলাম৷ তবে জুতা পড়ে শহীদ স্মৃতিতে উঠে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে৷ এ ব্যাপারে জেলা প্রশাসক জাকির হোসেন জানায়, ইউপি চেয়ারম্যান জুতা পায়ে স্মৃতি অম্লানে উঠার ঘটনাটি অত্যন্ত নেক্কার জনক৷ অপর দিকে সাংবাদিক লাঞ্চিত ও জুতা পরে স্মৃতি অম্লানে উঠাকে ঢাকতে বৃহস্পতিবার জাতীয় পাটির ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছে সদর ইউপি চেয়ারম্যান রফিজুল ইসলাম৷ বিক্ষোভ সমাবেশে প্রকাশ্যে সাংবাদিকদের প্রাননাশের হুমকি প্রদান করেন সদর ইউপি চেয়ারম্যান৷ বিষয়টি নিয়ে ডিমলা প্রেস ক্লাবের জরুরী সভায় আগামীকাল শুক্রবার মানববন্ধন ও সাংবাদিকদের নিরাপত্তা চেয়ে ডিমলা থানায় সকল সাংবাদিকরা সাধারন জিডি দায়ের করবে মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়৷