বৃহস্পতিবার ১ জুন ২০২৩ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ডিমলায় সোনার বাংলা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

জাহাঙ্গীর আলম রেজা ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী ডিমলা উপজেলা সদরে রামডাঙ্গা বড় মাঠে গত সোমাবার বিকাল ২.৩০ মিনিটে সোনার বাংলা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উদ্বোধনি অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম উপজেলা চেয়ারম্যান ডিমলা, রেজাউল করিম উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব রফিজুল ইসলাম ডিমলা ইউপি চেয়ারম্যান, সহিদুল ইসলাম ভারপ্রাপ্ত সম্পাদক আঃ লীগ, জহুরুল ইসলাম ভুইয়া দপ্তর সম্পাদক আঃ লীগ, বাবু শৈলেন চন্দ্র রায় সভাপতি যুবলীগ ডিমলা ও অহিদুল ইসলাম প্রমুখ। উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন ক্রীড়া কিশোরের শারীরিক ও মানসিক বিকাশের সহায়তা করে ছেলে মেয়েদের কুপ্রবৃত্তি থেকে রক্ষা করে, সুন্দর ভবিসৎ অর্জনে এটি একটি সহায়ক শক্তি, আসুন সকলে মিলে শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়ার মাধ্যমে একটি সুন্দর জাতি গড়ে তুলি। টুর্ণামেন্টে এ উদ্বোধনি খেলায় অংশগ্রহণ করেন জলঢাকা পৌরসভা একাদশ বনাম তারাগঞ্জ ফুটবল একাডেমী, খেলায় জলঢাকা পৌরসভা একাদশ ২-০ গোলে তারাগঞ্জ কে পরাজিত করে।