সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ডিমলায় স্ত্রী বিরুদ্ধে স্বামী নির্যাতনের অভিযোগ

জাহাঙ্গীর আলম রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ ঘটনাটি নীলফামারী জেলার ডিমলা উপজেলায় গয়াবাড়ী ইউনিয়নের দক্ষিন গয়াবাড়ী গ্রামে নুরুল হুদার পুত্র জাহানুরের বাড়ীতে ঘটে। জানা গেছে জাহানুর ইসলাম পেশায় কাঠমিস্ত্রি। সে পাশ্ববর্তী গ্রামের খালিশা চাপানী ইউনিয়নের জমির উদ্দিনের কন্যা মোছাঃ ফেরদৌসি বেগমের সঙ্গে দীর্ঘ ১৫-১৬ বছর যাবত ঘর সংসার করে আসছে। ইতি মধ্যে তারা ৩ সন্তানের বাবা-মা। অভিযোগকারাী জাহানুর ইসলাম বলেন গত ১৪ই জুন বাবার বাড়ী হতে রাতে আমার বাড়ীতে আসে। রাতে স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক বিষয়ে বিবাদ ঘটে। পরের দিন বুধবার সকাল বেলা মুঠোফোনে তার পিতা-মাতাকে ডেকে এনে তারা  এসে আমার প্রতি চড়াও হয় এবং আমাকে  এলোপাতারি মারপিট করে। অপরদিকে আমার স্ত্রী পাথর দিয়ে আমাকে ঢিল ছুটে এবং দৌরে এসে আমার আঙ্গুলে কামর দেয়। এমতাবস্থায় এলাকাবাসী ছুটে এসে আমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এরই মধ্যে আমার স্ত্রী কষ্টে অর্জিত জমানো ২২ হাজার টাকার, মাটির ব্যাংকে জমানো ৭-৮ শত , কাঠারে বাক্সে রাখা কাপর চোপর দিয়ে পিতার বাড়ী চলে যায়। এদিকে তার পিতা মোবাইল ফোনে আমাকে হুমকি প্রদান করে বলে তোমার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করবো, তোমাকে বাড়ী থেকে উঠিয়ে নিয়ে যাব, প্রয়োজনে তোমাকে মেরে লাশ গুম করে ফেলবো। আমি এবিষয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও  ইউপি সদস্য কে ঘটনাটি অবগত করাই। আমি এবিষয়ে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্তৃপক্ষে সহায়তা কামনা করছি।

Spread the love