রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ডিমলায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষনের ঘটনায় গ্রেফতার

জাহাঙ্গীর আলম রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ

ডিমলা উপজেলার ঝুুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনখুলি গ্রামের মৃত মোজ্জাফ্ফ আলীর পালিত কন্যা (১৩) একই এলাকার নবাব আলীর পুত্র মমিনুর ইসলাম (৩৬) কর্তৃক ধর্ষনের শিকার হয় বলে শিউলীর মা আমাতুল গণি ডিমলা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে মামলা নং ১৫ ধারা নারী শিশু নির্যাতন দমন আইনে ৯/১ তারিখ ২৭/০৬/২০১৬। এ প্রসঙ্গে মমিনুরের পিতা জানান আমার ছেলে নির্দোষ তাকে চক্রান্ত মূলক এই মামলায় জড়ানো হয়েছে ।  শিউলীর মা বলেন গত ২২/০৬/২০১৬ আমার মেয়ে পাশের বাড়িতে মোবাইলে ছবি দেখতে গেলে মমিনুর কৌসলে তাকে অন্য ঘরে ডেকে নেয় এবং জোর পূর্বক ধর্ষন করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার অফিসাস ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন মেয়েটিকে পরীক্ষার জন্য নীলফামারী সদর হাসপালে পাঠানো হয়েছে এবং ধর্ষক মমিনুরকে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Spread the love