শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ডিমলা উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদের ইফতার ও দোয়া মাহফিল।

জাহাঙ্গীর আলম রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী ডিমলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ২৯ জন বুধবার ২৩ রমজানে ইফতার পাটি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

উক্ত ইফতার পাটিতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক এর সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, ডিমলা থানা সেকেন্ড অফিসার শাহবুদ্দিন আহম্মেদ, সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম সরকার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতি সহ-সভাপতি, আলহাজ্ব আসাদুজ্জামান জুয়েল, উপজেলা মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি, হাবিবুর রহমান খান লোহানী সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সাধারন ব্যবসায়ী এবং বিভিন্ন স্থরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

দোয়া মাওফিলে শহীদ মুক্তিযোদ্ধার আত্মার শান্তি দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেন মোনাজাত করা হয়। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন মওলানা মশিউর রহমান (যুক্তিবাদী)।