বৃহস্পতিবার ১ জুন ২০২৩ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ডিমলা জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ উদ্বোধন।

জাহাঙ্গীর আলম রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলায় সারা দেশের ন্যায় “জল আছে যেখানে-মাছ চাষ সেখানে’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিমলা উপজেলা চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত শেষে উপজেলা অডিটরিয়াম হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সহকারী কমিশনার (ভুমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টল চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মজিবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা।

 

সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান,  উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ ও উপজেলা সমবায় কর্মকর্তা আবু মঈন রকিব আহম্মেদ, সভাপতি মৎস্য জীবি সমিতি, ডিমলা অভিলাশ চন্দ্র দাস সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Dimla Fish

আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মানব জাতীর আমিষের চাহিদা পূরণ করা ছাড়াও বেকারক্ত দূরীকরণের গুরুত্ব পালন করেছে মাছ চাষ। আসুন সকলে মিলে মৎস্য চাষ করে দেশের অর্থনীতিতে অবদান রাখি।