শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ডোমারে একরামুল হক (হলদীবাড়ী) হুজুরের ৭১তম মৃত্যুবার্ষিকী পালিত

হরিদাস রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ- ভারতের বঙ্গ আসামের অন্যতম অলিয়ে কামেল শাহ্সূফী সৈয়দ একরামুর হক(হলদীবাড়ী)হুজুরের ৭১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার নীলফামারীর ডোমার পৌরসভাস্থ আনছারিয়া দরবার শরীফে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আনছারিয়া দরবার শরীফের গদ্দিনীশিন পীর সৈয়দ শাহ্ সূফী সিরাজুস ছালেকিন পীর সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় একরামুর হক(হলদীবাড়ী)হুজুরের জীবনী নিয়ে আলোচনা করেন,নীলফামারী,কেন্দ্রীয় মসজিদের পেশ ঈমাম শাহ্ সূফী সৈয়দ আশরাফুল হক নূরী,শাহ্ সূফী সৈয়দ রায়হানুল হক, হাফেজ মাওলানা দুলাল হোসেন প্রমূখ। দোয়া মাহফিলে বিভিন্ন জেলা থেকে আসা ভক্তবৃন্দ অংশ নেয়।

Spread the love