বৃহস্পতিবার ১ জুন ২০২৩ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ডোমারে নিখোঁজ ব্যাংক কর্মচারীর লাশ দেওনাই নদী থেকে উদ্ধার

হরিদাস রায়-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ- -ডোমারে কৃষি উন্নয়ন ব্যাংক কর্মচারী নিখোঁজ হওয়ার ২১ ঘন্টা পর দেওনাই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা ১২টায় ঘটনাস্থল থেকে প্রায় ৪ কিলোমিটার দুরে দক্ষিন মটুকপুর তালতলী এলাকার ডাঙ্গাপাড়া নামক স্থানে দেওনাই নদীতে নিহতের লাশ ভাসতে দেখে এলাকাবাসী  পুলিশে খবর দেন। নিহতের নাম আমিনুর রহমান(৪৮) এবং তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক মিরজাগঞ্জ শাখার পিয়ন কাম চৌকিদার।  তার পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বেলা ৩টায় তিনি নিখোঁজ হন। তার ব্যবহৃত বাইসাইকেল ও পড়নের শার্ট দোমুখা নামক স্থানে দেওনাই নদীর ধারে পরে থাকতে দেখা যায়। এ ঘটনার পর ফায়ার সার্ভিসের লোকজন ও ডুবুড়ীদল বিকেল থেকে গবীর রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। আজ শনিবার সকালে ডুবুড়ীদল আবারো দেওনাই নদীতে উদ্ধার কার্যক্রম শুরু করে। এ সময় নদীর দুধারে হাজার হাজার উৎসুক জনতা ভীড় জমায়। দুপুর ১২টায় সংবাদ আসে দোমুখা থেকে প্রায় ৪ কিলোমিটার দুরে উপজেলার তালতলী নামক স্থানে তার ভেসে থাকা লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে সেখান থেকে ডুবুড়ী দল লাশ উদ্ধার করে ডোমার থানায় হস্তান্তর করে ডোমার থানার অফিসার ইনচার্জ আহমেদ রাজিউর রহমান জানান,থানায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।