
হরিদাস রায়-ডোমার(নীলফামারী)প্রতিনিধি-নীলফামারীর ডোমারে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। রোববার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্দোগে উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন শেষে ইউ এন ও সাবিহা সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা হাসিনুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরন্নবী, কৃষক আব্দুল মোতালেব,নার্সারী মালিক মফিজার রহমান,উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুর আলম শাহারিয়া প্রমূখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল জলিল। শেষে মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন প্রধান অতিথি।মেলায় ২০টি স্টল স্থান পায়।