
হরিদাস রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ঃ-ডোমারে বাংলাদেশ স্বাধীনতা প্রাথমিক শিক্ষক পরিষদ উপজেলা শাখার এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার ডোমার শহরস্থ রেল-লাইন সংলগ্ন শিক্ষক সমাজের কার্যালয়ে বাংলাদেশ স্বাধীনতা প্রাঃ শিক্ষক পরিষদের সভাপতি শাহজাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক-জাহাঙ্গীর আলম,সংগঠনিক সম্পাদক-জাবেদুল ইসলাম সানবিন,বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজের সভাপতি আমিনুল হক বাবু,ডোমার মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু,উপজেলা সহকারী শিক্ষা অফিসার রকিবুল হাসান,সোহেল শাহজাদা,বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক এনামুল হক চৌধুরী প্রমূখ। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।