
হরিদাস রায়-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ -“জল আছে যেখানে,মাছ চাষ সেখানে”এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া।
উদ্বোধনকালে তিনি বলেন,“দেশী মাছ আজ আমাদের কাছ ধেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তাই দেশী মাছের প্রজনন বাড়াতে উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে সরকারী জলাশয়ে দেশী মাছের অভয়ারন্ন বানাতে হবে”।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল,মৎস্য কর্মকর্তা শামসুল হক,সদর ইউপি চেয়ারম্যান মোছাব্বের হোসেন মানু,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফর ইকবাল,মৎসজীবি চাষী হবিবর রহমান ও ফিরোজ পারভেজ প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎসচাষী,মৎসজীবি,মৎসব্যবসায়ী,মৎসআড়তদার, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।