
ডোমার (নীলফামারী)প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর যুবদল। উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাত হোসেন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মাসুদ বিন আমীন এবং পৌর যুবদল সভাপতি মিজানুর রহমান তুলুর নেতৃত্বে বিকালে উপজেলার বাটার মোড় হতে বিক্ষোভ শুরু হয়ে চৌরঙ্গীর মোড়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ন আহ্বায়ক মাসুদ বিন আমীন, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান তুলু।