শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ডোমারে শিক্ষক সমাজের ইফতার ও নবীন শিক্ষকদের বরণ

হরিদাস রায়, ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-নীলফামারীর ডোমারে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের উদ্দোগে এক ইফতার ও নবীন শিক্ষকদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,শিক্ষক সমাজের সভাপতি আমিনুল হক বাবু। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুল, উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল। বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার রাকিবুল হাসান, সোহেল শাহাজাদা, সাবেক শিক্ষক আজগার আলী, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিমুন, শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মানিক, শিক্ষক দিপক চন্দ্র রায় প্রমূখ। পরে নবীন শিক্ষকদের ফুলের তোরা দিয়ে বরণ করেন প্রবীন শিক্ষকগণ। শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের প্রেশ ঈমাম মুফতি আলহাজ্ব মাহমুদ বিন আলম।