শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ডোমারে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরিদাস রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি পালনের লক্ষে ডোমার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্দোগে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডাক বাংলো মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুল, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জাবেদুল ইসলাম সানবীম,যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মইনুদ্দিন আহমেদ মিল্টন,সাধারন সম্পাদক আমিনুল ইসলাম রিমুন,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রশিদুল ইসলাম,বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনজুর আহমেদ ডন,সদর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াসিফ আহমেদ সোহাগ,উপজেলা কৃষকলীগের সভাপতি হাবিবুল হক দুলাল, বোড়াগাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হরিদাস রায়,সোনারায় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিমল চন্দ্র রায়,মহিলা যুবলীগ নেত্রী বেবী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক এমদাদুল হক মাছুম।