শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ডোমার পৌরসভা নির্বাচনে ৩৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ

হরিদাস রায়-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারন ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন ও সাধারন কাউন্সিলর পদে ২২ জনসহ মোট ৩৬ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জিলহাজ্ব উদ্দিন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী।

মেয়র পদে বর্তমান মেয়র ও উপজেলা বিএনপি-র সভাপতি মনছুরুল ইসলাম দানু (সতন্ত্র) নারিকেল গাছ, উপজেলা জামায়াতের সাবেক আমির কাজী আবু জাফর বাবলু (সতন্ত্র) জগ, আওয়ামীলীগের বিদ্রোহী প্রাক্তন শিক্ষক  আবু সুফিয়ান লেবু (সতন্ত্র) মোবাইল ফোন ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ময়নুল হক (আওয়ামীলীগ সমর্থিত) নৌকা।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা পেলেন,সংরক্ষিত ওয়ার্ড নং-(১) ভারতী রানী রায়(কাঁচি), লক্ষী রানী দাস(মৌমাছি), হাজেরা বেগম(আঙ্গুর)। সংরক্ষিত ওয়ার্ড নং-(২) রিনা বেগম(ভ্যানিটি ব্যাগ), সাহেরা বেগম(মৌমাছি), সুলতানা বেগম(কাঁচি)। সংরক্ষিত ওয়ার্ড নং-(৩)  উম্মে কুলসুম(মৌমাছি), রাবিনা আকতার রিতা(আঙ্গুর), লাভলী বেগম বকুল(পুতুল) ও সাহিদা বেগম(কাঁচি)।

সাধারন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা পেলেন, ১নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক রাজা(টেবিল ল্যাম্প), নাজিমদ্দিন(ডালিম), মাহাফুজ আলম(পাঞ্জাবী) ও মিজানুর রহমান জুয়েল(উট পাখি)। ২নং ওয়ার্ডে আব্দুল হক(পাঞ্জাবী) ও সামসুল আলম(উট পাখি)। ৩নং ওয়ার্ডে আকতারুজ্জামান সুমন(উট পাখি) ও সহির উদ্দিন সরকার(টেবিল ল্যাম্প)। ৫নং ওয়ার্ডে বেলাল হোসেন(পানির বোতল) ও অহিদুল ইসলাম(উট পাখি)। ৬নং ওয়ার্ডে মিজানুর রহমান(উট পাখি) ও জামান মাশরাফী পুতুল(টেবিল ল্যাম্প)। ৭নং ওয়ার্ডে বাবলু রহমান(পাঞ্জাবী), হারুন আশিকুর রহমান সাজ(টেবিল ল্যাম্প) ও এনায়েত হোসেন নয়ন(উট পাখি)। ৮নং ওয়ার্ডে কাওছার আলম(উট পাখি), শামিম আলম(টেবিল ল্যাম্প), সামিউল ইসলাম(ডালিম), আবু তালেব(পানির বোতল) ও আবুল কালাম আজাদ(পাঞ্জাবী) এবং ৯নং ওয়ার্ডে আনোয়ারুল হক(উট পাখি) ও হাবিবুর রহমান(পাঞ্জাবী)। এদিকে ৪নং ওয়ার্ডে মজিদুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন সৈয়দ শফিক বিন মোর্শেদ তরুন। আগামী ৭ আগষ্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ পৌরসভায় মোট ভোটার রয়েছে ১১  হাজার ৯শত ১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৮শত ৮০ জন ও মহিলা ভোটার  ৬ হাজার ৩৭ জন।