
হরিদাস রায়-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ– নীলফামারীর ডোমার পৌর নির্বাচনে শেষ মূহুর্তের প্রচার-প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন ৪ জন মেয়র প্রার্থী, ১০ জন সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী ও ২২ জন কাউন্সিলর প্রার্থী। আজ মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে সকল প্রকার প্রচার-প্রচারনা। কে হচ্ছেন ডোমার পৌরসভার আগামী দিনের মেয়র? শেষ সময়ে এ কথাটাই সমর্থক ও ভোটারদের মুখে মুখে শোভা পাচ্ছে। আগামী ৭ আগষ্ট রোববার ডোমার পৌরসভার ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচনে মেয়র,সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ওয়ার্ড কাউন্সিলর পদে মোট ৩৬ প্রার্থীর প্রচার-প্রচারনা আজ মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে। আজ রাত ১২টার পর হতে নির্বাচনী এলাকায় কোন ব্যাক্তি বা প্রার্থী জনসভা,অনুষ্ঠানে যোগদান,মিছিল,শোভাযাত্রা সংগঠিত করতে বা উহাতে যোগদান করতে পারবে না। এ বিষয়ে জনসচেতনতার জন্য পৌর এলাকায় মাইক দিয়ে নির্বাচন কমিশন প্রচার করেছে। এবারের পৌরসভা নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী, ১০ জন সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী ও ২২ জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন। ডোমারে গত ২৩ জুলাই প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দের পরদিন থেকে জোরে শোরে শুরু করে প্রচারনা। প্রার্থীদের পাশাপাশি তাদের পরিবারের লোকজন এবং আত্বীয়-স্বজনরাও পুরুষ এবং মহিলারা আলাদা আলাদা দল বেধেঁ পাড়া মহল-ায় ঘুড়ে ঘুড়ে নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন। তবে এবারের নির্বাচনে সৎ, যোগ্য,শিক্ষিত, এলাকার উন্নয়ন এবং সার্বক্ষনিক পৌরবাসীর জন্য কাজ করবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন বলে জানিয়েছেন অনেক ভোটার। মেয়র পদে ৪ প্রার্থী হলেন,ডোমার পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি মনছুরুল ইসলাম দানু(স্বতন্ত্র) নারিকেল গাছ,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ময়নুল হক(আওয়ামীলীগ)নৌকা, আওয়ামীলীগের বিদ্রোহী ও ডোমার সরকারী বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু সুফিয়ান লেবু(স্বতন্ত্র)মোবাইল ফোন ও উপজেলা জামায়াতের সাবেক আমীর কাজী আবু জাফর বাবলু (স্বতন্ত্র) জগ। এছারা সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন ১০জন ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রয়েছেন ২২জন। শেষ মুহুর্তের শেষ প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন প্রার্থীরা। এ পৌরসভায় ৫ হাজার ৮৮০ জন পুরুষ ও ৬ হাজার ৩৭ জন মহিলা ভোটারসহ মোট ১১ হাজার ৯১৭ জন ভোটার রয়েছে। আগামী ৭ আগষ্ট রোববার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্টভাবে সম্পন্য করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী জানান, ইতিমধ্যে ৯টি ভোট কেন্দ্রের জন্য ৯জন প্রিজাইডিং অফিসার ৩৮জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৭৬ জন পুলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রেই থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। অপর দিকে পৌরসভার ৪নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দীতায় সৈয়দ শফিক বিন মোর্শেদ তরুন নির্বাচিত হওয়ায় সেখানে কাউন্সিলর পদে ভোট গ্রহন হচ্ছে না।