বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকার মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে দিনাজপুরে ওয়ার্কর্স পার্টির পথসভা

দিনাজপুর প্রতিনিধি : ‘‘মৌলবাদ ও সম্রাজ্যবাদী ষড়যন্ত্র রুখ’’ ‘‘অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক অভিযাত্রাকে অব্যাহক রাখ’’ এবং জন জীবনের সংকট মোচনে ওয়ার্কর্স পার্টির ঘোষিত ২০ দফা দাবী আদায়ের লক্ষে আগামী ২৯ নভেম্বর ঢাকায় মহা সমাবেশকে সফল করার লক্ষে ৯ নভেম্বর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা কমিটি আয়োজিত সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়। পথযাত্রাটি দিনাজপুরের সুইহারী কলেজ মোড় থেকে শুরু হয়ে ষ্টেশন চত্বরে এসে শেষ হয়। পথযাত্রার নেতৃত্ব দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পোলিট ব্যুরো’র সদস্য কমরেড মাহামুদুল হাসান মানিক, দিনাজপুর জেলা কমিটির সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক কমরেড হবিবর রহমান, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রবিউল আউয়াল খোকা, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোছাদ্দেক হোসেন লাবু, কমরেড রফিকুল ইসলাম, কমরেড মিজানুর রহমান মির্জা, কমরেড আবুল হোসেনসহ অন্যান নেতৃবৃন্দ। পথসভা শেষে ষ্টেশন চত্বরে সমাবেশে সংক্ষিপ্ত বক্তৃতায় মাহামুদুল হাসান মানিক বলেন দেশে এখনও মৌলবাদী শক্তি বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। তাদের বিরুদ্ধে স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি তিনি জন জীবনের সংকট মোচনের দাবীতে ওয়ার্কার্স পার্টির ডাকে ২৯ নভেম্বর ঢাকার সমাবেশে নেতাকর্মীদের দলে দলে যোগদানের আহবান জানান।

Spread the love