বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির উদ্যোগে বসন্তভোজন

ঢাকা থেকে ওয়ারিস উল ওলি : বীরগঞ্জ সমিতি, ঢাকা এর উদ্যোগে গত ২২ ফেব্রুয়ারি, ২০১৫ রোজ রবিবার সন্ধ্যায় উদয়াচল ক্লাব মাঠ, ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা প্রাঙ্গণে বসন্তভোজন ২০১৫ অনুষ্ঠিত হয়।

ব্যাপকভিত্তিক বনভোজন আয়োজনের ইচ্ছা থাকা সত্যেও রাজনৈতিক অস্থিরতার কারনে তা সম্ভব না হয়ে ওঠায় তাৎক্ষনিকভাবে ছোট্ট পরিসরে বসন্তভোজন ২০১৫ এর আয়োজন করা হয়।

বসন্তভোজন অনুষ্ঠানে বীরগঞ্জের পরিচিত মুখগুলোর উপস্থিতি ছিল লক্ষণীয়। অনেকদিন পর এরকম অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সকলেই ছিল উল্লসিত। অনুষ্ঠানে ব্যক্তিগত আলাপ-চারিতা, খেলাধুলা, বাচ্চাদের শোরগোল ইত্যাদির আবহ ছিল চোখে পড়ার মত।

পুরস্কার বিতরণী পর্বে সকলের পুরস্কার প্রাপ্তি ছিল আনন্দের বিষয়। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে তা যেন আশীর্বাদ হয়ে আসে। পুরস্কার বিতরণে সকলের অংশগ্রহণ ছিল ভিন্নতর আমেজের পরিচায়ক।

অনুষ্ঠানে বীরগঞ্জের বিভিন্ন শ্রেণী-পেশার সিনিয়র ভাই ও সিনিয়র বোনদের উপস্থিতি সকলের জন্য আনন্দদায়ক হয়ে ওঠে। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সমিতি, ঢাকা এর সভাপতি আনোয়ার পারভেজ, সহ-সভাপতি ওবায়দুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক শফিউল ইসলাম জুয়েল, সহ-সাধারণ সম্পাদক মজাম্মেল হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক সারওয়ার মোরশেদ, কোষাধ্যক্ষ নুরুল হক বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসাইন, সদস্য আরমানুল হক পার্থ, সদস্য আবু হোসেন বিপুসহ এস এস সি ২০০৬, এস এস সি ২০০৭ (স্বপ্নঘুড়ি), এস এস সি ২০০৮, এস এস সি ২০০৯, এস এস সি ২০১০, এস এস সি ২০১১, এস এস সি ২০১২ ব্যাচ।

দাওয়াত পর্বে উপস্থিত ছিলেন উদয়াচল ক্লাব এর নেতৃবৃন্দ, স্যার সৈয়দ রোড ও ইকবাল রোড কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, মাঠে নিয়মিত খেলায় অংশরত বিভিন্ন শ্রেনী ও পেশার সিনিয়র ভাই এবং তাদের পরিবারবর্গ।

বসন্তভোজন ২০১৫ আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রতি সকলেই সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এসব আয়োজনে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।