বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির সাংবাদিকদের সাথে মতবিনিময়

মোৰ আবেদ আলী বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জে ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জ প্রেসকাব কার্যালয়ে গত রবিবার রাতে প্রেসকাবের সভাপতি মোঃ মাজেদুর রহমানের সভাপতিত্বে ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির নেতৃবৃন্দের সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাধারন সম্পাদক মোঃ শাহিনুর ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ মূর্শেদুর রহমান ও যুগ্ন সাংগঠনিক সম্পাদক এবং আফতাব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ শাহাদত হোসাইন, বীরগঞ্জ প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী। এ সময় সহ-সভাপতি আরমান আলী, সহ-সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম মিলন, সাহিত্য, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক রেজা মোঃ তৌফিক প্রমুখ। সভায় উভয় সংগঠনের সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।