
ঢাকা থেকে ওয়ারিস উল ইসলাম ওলি : ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির সভা নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় বাৎসরিক বনভোজনের প্রাক প্রস্ত্ততি, ব্যাডমিন্টন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, সমিতির সহযোগিতায় অন লাইন পত্রিকা বীরগঞ্জ প্রতিদিনের আনুষ্ঠানিক যাত্রা বিষয়ক অনুষ্ঠানমালা, বার্ষিক বাজেট সহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। সমিতির সভাপতি মোঃ আনোয়ার পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মোঃ ওবায়দুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সফিউল ইসলাম জুয়েল, সহ-সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক সারওয়ার মোরশেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসাইন, কোষাধ্যক্ষ নুরুল হক বাবু, দপ্তর সম্পাদক চহির উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক ওয়ারিস উল ইসলাম ওলি, সাংস্কৃতিক সম্পাদক রহিমুল হক, সমিতির নির্বাহী সদস্য ফারম্নক ই আজম, তুহিন মাহমুদ, তন্ময় সরকার প্রমুখ।