বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো

tarankor_14342বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। বুধবার জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নেইল ওয়াকার পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠকে এ কথা জানান। আগামী ৭ ডিসেম্বর তার সম্ভাব্য ঢাকা সফরের দিন ধার্য রয়েছে।

নেইল ওয়াকার জানান, বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে জাতিসংঘ মহাসচিবের রাজনীতি বিষয়ক বিশেষ দূত প্রধান দুই দলসহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করবেন। সফরকালে তিনি বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করবেন।

গত ১০ মে তিনি ৩ দিনের সফরে প্রথম দফায় ঢাকায় এসেছিলেন।

Spread the love